শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওয়াজ মাহফিলে বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের নির্দেশনা

ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য এবং ব্যক্তিবিশেষের নামে বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে পুলিশ অধিদপ্তরের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওয়াজ মাহফিলের বিষয়টি আলোচনায় আসে। আসন্ন শীত মৌসুমে ধর্মীয় ওয়াজ মাহফিলে রাজনৈতিক কিংবা ব্যক্তিবিশেষের নামে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সংসদীয় কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৈঠকে তিনি বলেন, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় হিংসা, বিদ্বেষ বা উসকানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না। পরে বৈঠকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ