শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এদেশে শুধু আ.লীগই সরকার চালাবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় তারাই শুধু দেশের মালিক আর আমরা সব প্রজা।

সোমবার (২ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগের লক্ষ্য বাংলাদেশে কোনো বিরোধী দল থাকবে না। এ দেশে শুধু তারাই (আওয়ামী লীগ) সরকার চালাবে, তারাই শাসন করবে।

তিনি বলেন, সারা দেশটাকে এই সরকার জাহান্নামের মধ্যে ঠেলে দিয়েছেন। এটা একটা জাহান্নামের আগুন হয়ে গেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দানব সরকারকে সরাতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, টার্মিনাল, টানেল ও উড়ালসেতু বানাচ্ছেন। এসব খেয়ে আমরা কি স্বর্গে যাব? সাধারণ মানুষ দুবেলা-দুমুঠো মোটা ভাত খেতে, মোটা কাপড় পরতে চায়।

ফখরুল বলেন, এই সরকার ২০১৪-১৮ এর মতো আরেকটা নির্বাচন করতে চায়। তারা ভেবেছে এবারও বিএনপিকে দূরে রেখে একতরফা নির্বাচন করবে। কিন্তু এবার আর সেটা হবে না। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই।

তিনি বলেন, সত্যিকার অর্থে দেশের ভালো চাইলে পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন। অন্যথায় দেশের মানুষ জানে, কীভাবে স্বৈরাচার বিদায় করতে হয়।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার বিভিন্ন রকম আইনকানুন দেখাচ্ছে। অথচ, শেখ হাসিনার যখন কানের সমস্যা হয়েছিল তখন তিনি আমেরিকা চলে গিয়েছিলেন। মূলত, তারা বেগম জিয়াকে হিংসা করে। তাকে রাজনীতি করতে দিচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ