রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

একাদশ জাতীয় নির্বাচনকে ‘রাতের ভোট’ বললেন আ.লীগ নেতা

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মাহবুবুর রহমানের ’আওয়ামীলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নেতে হবে’ অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। অডিওটিতে ’রাতে ভোট অইয়া গেছে’ বলে তাঁর মন্তব্য নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেফাঁস এ মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। এছাড়া বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্প সময়ে ভাইরাল হওয়ায় দলের হাই কমান্ডের নজরে এসেছে বলে জানিয়েছে আওয়ামীলীগ সূত্র।

সূত্র জানায়, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী রুমান অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি’র একটি ছবি ফেসবুকে ’মানবতার ফেরীওয়ালা’ লিখে পোষ্ট করায় ৬ মার্চ, বৃহস্পতিবার বিকেলে তাকে মুঠো ফোনে হুমকী দেন সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুবর রহমান। এসময় তিঁনি বলেন ’৭০ বছরের মধ্যে ৬০ বছর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারী আমি আর আমার বাপে। তুই বেটা কি কছ, ছেমড়া। আওয়ামীলীগ, ছাত্রলীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নেতে হবে। তোর রাজনীতি করাডা আমি দেহাইতেছি।’ ৪
ওই অডিওতে আরও শোনা যায় তিঁনি বলছেন, ’তোর এমপি মানবতার ফেরীওয়ালা কি
করছে, আমারে বুঝাইয়া দে। কয় কিলোমিটার রাস্তা করছে? রাতে ভোট হইয়া গেছে,
হেই এমপি তোর। আওয়ামীলীগ আমি আর আমার বাপে। অন্যরা রাজাকার।’

উপজেলা ছাত্রলীগের সম্পাদক মো. ফয়জুল ইসলাম আশিক তালুকদার বলেন, মাহবুবুর
রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবীতে মূল দল ও সহযোগী সংগঠনের উদ্দোগে উপজেলার সর্বত্র মানববন্ধন চলছে। আজ শুক্রবার বিকেলে কলাপাড়া, মহিপুর ও ধূলাসারে মানববন্ধন করা হয়েছে। দল ও সরকারের বিরুদ্ধে মন্তব্য করা মাহবুবের দলীয় শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে সকল ইউনিটের উদ্দোগে মানববন্ধন করা কবে।

উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বলেন, ’এটি অত্যন্ত দু:খজনক। তাঁর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ করতে হবে, এটা সে বলতে পারে না। দলীয় এমপি ও সরকারের বিরুদ্ধে রাতে ভোট হইয়া গেছে বলে সে অপপ্রচার চালাচ্ছে। দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ কথা বলবো এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলকব্যবস্থা গ্রহনের জন্য জেলা ও কেন্দ্রের কাছে সভা ডেকে সর্বসম্মতিক্রমে
সুপারিশ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ