মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

একসঙ্গে শাকিব-বুবলী !

ছেলে শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করতে একসঙ্গে স্কুলে গিয়েছেন ঢালিউড কিং শাকিব খান ও ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বুবলী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চিত্রনায়িকা বুবলী নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে বুবলী লেখেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন।’

তিনি আরও লেখেন, ‘এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নম্বরও আছে। আলহামদুলিল্লাহ!’

শেষে অভিনেত্রী ছেলের জন্য দোয়া করে লেখেন, ‘অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে। সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ