শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উদ্বিগ্ন হওয়ার মতো দেশে কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি: নির্বাচন কমিশন সচিব

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। পরবর্তীতে যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কমিশন আইনিভাবে সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সংখ্যালঘুদের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে সহিংসতার আশঙ্কা যারা করছেন তারাই বলতে পারবেন বিষয়টা। আমাদের পক্ষ থেকে স্পষ্ট যে, এখন পর্যন্ত বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ রয়েছে, উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন ভবনে যান। ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা করেন।

সম্প্রীতির বাংলাদেশ ইসিকে মোট চারটি প্রস্তাবনা দেয়। প্রস্তাবনার বিষয়ে কমিশন তাদের আশ্বস্ত করেছে যে, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ