নাটোরের লালপুরে ঈদগাহ মাঠে নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। পরে আওয়ামী লীগের কর্মীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ছাত্রদলের সমর্থক সুজাত মণ্ডল (৩০) নামের একজন গুলিবিদ্ধ হয়েছে।
তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক তুষার ইমরানসহ (২২) সাব্বির (২৪), মহাসিন (৩০) ও ইয়াজ উদ্দিন (৭০) আহত হয়েছেন।
সোমবার উপজেলার বালিতিতা ইসলামপুর (রামকৃষ্ণপুর) ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় সোমবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
একই এলাকায় লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশের নিজ বাড়িতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায় বলে জানা গেছে। তবে তাকে পাওয়া যায়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের নাম জানা যায়নি।
এ বিষয়ে জানার জন্য লালপুর থানার ওসি নাজমুল হকের সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করলেও রিসিভ করেননি।