বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংকের সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে। সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ও সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মো. আফজাল করিমের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এ. এফ. এম. কামাল উদ্দিন ও সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ নুরুন নবী এ সংক্রানÍ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ এবং ‘এমক্যাশ’ এর গ্রাহকগণ ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর আওতায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রতিষ্ঠানের ফি/চার্জ ও চালান পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হোসাইন, সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলমসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ