ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগশি বুধবার ইসরাইলে ইরানের হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছেন।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বার্তাটি তেহরানের সুইস দূতাবাসের মাধ্যমে প্রচার করা হয়েছে উল্লেখ করে আরাগ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা মার্কিন বাহিনীকে বিষয়টি থেকে সরে যেতে এবং হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছি।’
 
								 
															 
											




 
								


