মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরানি-বলি-টলি ছবিতে জয়া ঝলকে বিশ্ব মুগ্ধ

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলায় দাপিয়ে বেড়াচ্ছেন ঢালিউড অভিনেত্রী জয়া আহসান। কয়েকদিন আগেই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার গোয়ায় অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন একটা রেকর্ড গড়তে চলেছেন তিনি। অভিনেত্রী জয়ার পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবে।

জয়ার ৫টি সিনেমার মধ্যে রয়েছে বলিউড সিনেমা ১টি, ইরানি সিনেমা ১টি এবং টলিউড সিনেমা ৩টি। বলিউড সিনেমাটির নাম কড়ক সিং। অনিরুদ্ধ রায়ের পরিচালনায় এ সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জয়াকে দেখা যাবে। ইরানি সিনেমার নাম ফেরেশতে।পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম। টালিউডের তিনটি সিনেমার মধ্যে রয়েছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’, সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল নাচের ইতিকথা’ এবং সায়ন্তন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘ঝরা পালক’।

নিজের ৪ টি সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার প্রসঙ্গে জয়া বলেন, ‘শিল্পীর কাজ অভিনয় করা। আর এ অভিনয় যখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে, তখন সে অনুভূতি ভাষায় প্রকাশ করা মুশকিল। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের ৫টি সিনেমা প্রদর্শিত হওয়ায় একজন অভিনয়শিল্পী হিসেবে আমার ভীষণ ভালো লাগছে।’

আজ ২০ নভেম্বর শুরু হচ্ছে ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ