শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইটনায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মোশারফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার, (২৭ নভেম্বর) সকালে উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইব গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন (২৫) উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইব গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার শোয়াইব গ্রামের আব্দুল মমিন ও মুজিবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সেলু মেশিন চুরি নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে মোশারফ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ