মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কো-কো-চেয়ারম্যান হয়েছেন কাজী জাফরউল্লাহ।

শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া, সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।

সভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘সামনে নির্বাচন, নির্বাচন পরিচালনার জন্য অনেকগুলো উপকমিটি করতে হচ্ছে। পরিচালনা কমিটির চেয়ারম্যান আমি ছি, সাধারণ সম্পাদক সদস্য সচিব, আর কো-চেয়ারম্যান হিসেবে কাজী জাফরউল্লাহ দায়িত্ব পালন করবেন।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ