সিদ্দিকুর রহমান
আমার ভূবনে কষ্টের বৃষ্টি ঝড়ে
অনাবরত ঝরে, অবিরাম ঝরে
এখানে পাখিরা ওড়েনা,
দলবেধে ঝাঁকে ঝাকে হাঁস ছোটে না
গোলাপ ফোটে না
ফলমুল তো দূরে থাক
শস্য বিহীন বিস্তৃত মাঠ-ক্ষেত খাঁ খাঁ করে
মেঘে ঢাকা আলোহীন ভূবনে
সূর্যও আকুতি করে ভোরের আভা ছড়াতে
খনির গভীর অন্ধকারে সবাই
এখানে নীলাকাশ নেই, পাহাড় চূড়ায় দৃষ্টি পড়ে না
সমুদ্রে নাবিকও খুঁজে পায় না দূরসীমানা
কষ্টের জলধারায় ডুবে গেছে,
ধরণীর যতোসব ভূমি
এতোসব কষ্ট হেলাল হাফিজের
‘রঙ-বেরঙের’ কষ্টও ছাপিয়ে গেছে
কিন্তু, এসব শোনার কেউ তো নেই,তুমি ছাড়া।
কপালহীন এক মানুষের চাওয়া-পাওয়ার কতো কথাই
তুমি একান্তে শুনেছো-
গভীর মনোযোগে নিবিষ্ট হয়ে
প্রতি সেকেন্ডের অনুভাব,
এক স্পর্শহীন ভালোবাসা আমাকে এখনও উষ্ণ রাখে
সফলতাহীন জীবন তরীর ধাপে ধাপে
মহাপ্রলয় ঘনিয়ে আসছে, বলতে পারি
সন্ধ্যা তারাও ইদানিং বিদ্রুপ করে
কিছু কষ্টের কথা বলার ছিলো তোমাকে-
আমার ভূবনের ঝড় ধামাতে…
প্রবল ইচ্ছে করে এক রোদ মাখা সকালে
শুধু তোমাকে দেখি।
১৯/০২/২০২৩