রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাব : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা রাজনৈতিক দলগুলো প্রায়ই গণতন্ত্রের কথা বলি, কিন্তু তা প্রয়োগ করা হয় না। এই ব্যর্থতা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশকে বাধাগ্রস্ত করেছে।’

শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘গত ১৫ বছরে তিনটি জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দেয়ায় এ প্রজন্ম প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে।’

নতুন প্রজন্ম জাতির ভবিষ্যৎ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত জুলাই মাসের গণজাগরণের মাধ্যমে নতুন প্রজন্ম একটি নতুন বাংলাদেশ গঠনের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রমাণ করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার সুনিশ্চিত করা সম্ভব হবে, যদি রাজনৈতিক দলগুলো পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কাজ করে।’

গত ১৫ বছরে নতুন প্রজন্ম কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট দেখেনি বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল বলেন, ‘তারা রাষ্ট্রযন্ত্র দখল করে রেখে জনগণের স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে। এটি একধরনের ফ্যাসিবাদ।’

জুলাই মাসের অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা একদিন আমাদের লক্ষ্যে পৌঁছাব। নতুন প্রজন্ম, যারা আমাদের সবচেয়ে বড় আশার উৎস।’

গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ