শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলী পৌরসভা নির্বাচন: তিন পদে ৫৬ জনের মনোনয়নপত্র দাখিল

আমতলী পৌরসভা নির্বাচনে তিন পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । এর মধ্যে মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৩৭ এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়রপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।

জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ। এ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান মেয়র মতিয়ার রহমান, সেজিকা তারতিলা জুথি, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহাঃ ইফতেকার হাসান, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ