বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে ১৬ টি দোকান পুড়ে ছাই

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী বাজারে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে ১৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে।

জানাগেছে, উপজেলার খেকুয়ানী বাজারে সোমবার গভীর রাতে বৈদ্যুতিক সট্ সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনী ও স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখায় জামাল বেপারী, মোঃ নুর আলম , শাহিন , রুস্তুম মৃধার চারটি মুদি মনোহারী দোকান, ইমরান সরদারের ফার্মেসি , পরিমল চন্দ্র শীলের সেলুন, মনির তালুকদার গোডাউন, দুটি খালি ঘর ও চা দোকানসহ মোট ১৬ টি দোকানে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেলাল তালুকদার কান্নাজড়িত কন্ঠে বলেন, দোকানের ভিতরে ঘুমিয়ে ছিলাম হঠাৎ ডাক-চিৎকার শুনে দোকান থেকে বের হই, ক্যাশ বাক্সে থাকা এক লক্ষও রক্ষা করতে পারিনি। আমার দোকানের অন্তত ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

ব্যবসায়ী মনিরুল ইসলাম তালুকদার বলেন, ক্ষতি পুরণ হবার নয়। ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় পথে বসতে হবে।

নরসুন্দর ব্যবসায়ী পরিমল চন্দ্র শীল বলেন, দোকানে বিভিন্ন আসবাবপত্র, কাঠসহ সেলুনের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি বলেন, বাজারের ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ব্যবসায়ীদের ক্ষতি পুরণ দেয়ার চেষ্টা করবো।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারিং ইন্সপেক্টর মোঃ হানিফ বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট্ সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে সমুদয় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যেতো।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা করা হবে।
মোঃ হোসাইন আলী কাজী

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ