বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে ১৫ আগষ্টের প্রস্তুতি সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট উদযাপন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এ দিবস উদযাপন উপলক্ষে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার ও মুক্তিযুদ্ধের উপরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ব্যতিক্রমী কুইজ প্রতিযোগীতার উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন ও কৃষিবীদ রাসেল।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল আলম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম বাদল ও হোসাইন আলী কাজী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ