আমতলী উপজেলার উত্তর গোছখালী সড়কে মোটর সাইকেল চাপায় আলেয়া বেগম (৬৫) নামের এক বিধবা নারী নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর গোছখালী গ্রামের আলেয়া বেগম নামের এক বিধবা নারী রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বাড়ীর সামনে থেকে রাস্তা পাড় হচ্ছিল। এমন সময় ওই সড়কে একটি মোটর সাইকেল ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত উদ্ধার করে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের স্বজন হালিমা বেগম বলেন, আলেয়াকে একটি মোটর সাইকেল চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আমতলী থানার ওসি একেএম মিজানুর বলেন, খবর পেয়েছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।