বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান

আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মোঃ সফেজ উদ্দিন প্যাদার নেতৃত্বে সাবেক ইউপি সদস্য ওহাব হাওলাদার, রুহুল আমিন ফকিরসহ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপি আহবায়ক জালাল আহম্মেদ ফকির ও সদস্য সচিব মোঃ তুহিন মৃধার মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মকবুল আহম্মেদ খান, আলতাফ হাওলাদার, ইলিয়াস খান, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মেহেদী জামান রাকিব, মোমেন আকন ও রেজাউল করিম পান্না আকন প্রমুখ।

চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সফেজ উদ্দিন প্যাদা বলেন, আওয়ামীলীগ নেতৃবৃন্দের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বৃহস্পতিবার রাতে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সফিজ উদ্দিন প্যাদার নেতৃত্বে শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ