আমতলী উপজেলা খাদ্য অধিদপ্তর, ক্রয় কমিটি ও গুদাম কর্তৃপক্ষ বোরো ধান ক্রয়ে অনিয়ম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ভুয়া কৃষক তালিকা তৈরি করে ধান ক্রয় করেছেন এমন অভিযোগ প্রান্তিক কৃষকদের। অভিযোগ রয়েছে, ক্রয় কমিটির লোকজন যোগসাজসে আর্দ্রতার অযুহাত দেখিয়ে কৃষি অফিসের দেয়া তালিকাধারী প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেনি। সিন্ডিকেট সদস্য দেলোয়ার হোসেন বাজার থেকে ১১৪০ টাকায় ধান ক্রয় করে খাদ্য গুদামে ১৪৪০ টাকায় বিক্রি করেছেন। যিনি ধান ক্রেতা, তিনিই বিক্রেতা আবার তিনিই তার মিলে চাল করেছেন। এতে মণ প্রতি তারা ৩০০ টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী প্রান্তিকদের কৃষকদের।
জানাগেছে, এ বছর বোরো ধান সংগ্রহ করতে আমতলী উপজেলা খাদ্য অধিদপ্তরকে ২১৯ মেট্রিকটন বরাদ্দ দেয় খাদ্য মন্ত্রনালয়। গত ৩১ আগষ্ট ওই ধান সংগ্রহ শেষ হয়। ১৪৪০ টাকা মন দরে এ ধান প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিযোগ রয়েছে, খাদ্য গুদাম কর্তৃপক্ষ প্রান্তিক কৃষকরা ধান নিয়ে আসলে আর্দ্রতার অযুহাত দেখিয়ে ধান ক্রয় করেনি। কিন্তু উপজেলা খাদ্য অধিদপ্তর ও ক্রয় কমিটির লোকজন মিলে সিন্ডিকেট গড়ে আর্দ্রতা পরিমাপ না করেই বাজার থেকে কম দামে ধান ক্রয় করেছেন। এতে উপজেলা খাদ্য অধিদপ্তর ও ক্রয় কমিটি সরকারী নিয়মনীতি অনুসরন করেনি। আরো অভিযোগ রয়েছে তারা সিন্ডিকেট গড়ে ভুয়া কৃষক তালিকা তৈরি করে বাজার থেকে নি¤œ মানের ধান ১১৪০ টাকা মণ দরে ক্রয় করে খাদ্য গুদামে ১৪৪০ টাকায় বিক্রি করেছেন। এতে মণপ্রতি তারা ৩০০ টাকা হাতিয়ে নিয়েছেন। ওই হিসেবে ২১৯ মেট্রিকটন ধানে সাড়ে ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। উপজেলা খাদ্য অধিদপ্তর ও ক্রয় কমিটির এমন কর্মকান্ডে প্রান্তিক কৃষকরা খাদ্য গুদামে ধান বিক্রিতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
অনুসন্ধানে জানাগেছে, কাগজে কলমে ৭৩ জন কৃষকদের কাছ থেকে তিন টন করে ২১৯ মেট্রিক টন ধান ক্রয় দেখালেও বাস্তবে কোন কৃষক খাদ্য গুদামে ধান দেয়নি। ভুয়া তালিকার মধ্যে ফাতেমা রাইস মিলের মালিক দেলোয়ার হোসেন কিছু কৃষককের কাছ থেকে ১১৪০ টাকা মণ দরে ধান ক্রয় করেছেন। ওই ধান দেলোয়ার খাদ্য গুদামে ১৪৪০ টাকায় বিক্রি করেছেন। তারাই (সিন্ডিকেট চক্র) নয়ছয় করে কৃষকদের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করে নিয়েছেন।
রোবো সংগ্রহের ৭৩ জন কৃষক তালিকার মধ্যে ১৫ জন কৃষকদের মুঠোফোন যোগাযোগ করা হলে ১০ জন কৃষকের ফোন বন্ধ পাওয়া গেছে। এ তালিকার অধিকাংশ কৃষকের বাড়ী সিন্ডিকেট সদস্য ফাতেমা রাইস মিল মালিক দেলোয়ার হোসেনের কড়াইবুনিয়া গ্রামের বাড়ীর এলাকার দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে ওই গ্রামের এমন কৃষক খুজে পাওয়া যাবে না।
তালিকার তিনজন কৃষককের মুঠোফোন কথা বলে জানাগেছে, তারা কেউ খাদ্য গুদামে ধান বিক্রি করেনি। তারা ফাতেমা রাইস মিল মালিকের কাছে ১১৪০ টাকা মণ দরে বিক্রি করেছেন।
তালিকার ৫, ১৩,৩৪, ৩৭, ৩৯, ৪০, ৫২ ও ৬৪ নম্বরের কৃষকের মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
৪৪ নম্বর তালিকার রেজাউল বলেন, আমার বাড়ী কিশোরগঞ্জ। আমি কিভাবে আমতলী খাদ্য গুদামে ধান বিক্রি করবো?
কড়াইবুনিয়া গ্রামের কৃষক শাহ জালাল গাজী বলেন, ১১৪০ টাকা মণ দরে ফাতেমা রাইস মিল মালিক দেলোয়ার হোসেনের কাছে ৪৫ মণ ধান বিক্রি করেছি। তিনি আরো বলেন, ওই ধান দেলোয়ার হোসেন খাদ্য গুদামে বিক্রি করেছেন।
জাহানারা নামের এক কৃষাণী বলেন, ৭০ মণ ধান ফাতেমা রাইস মিলে ১১৪০ টাকা মণ দরে বিক্রি করেছি। আমি খাদ্য গুদামে যাইনি। দেলোয়ার আমাকে হিসেব করে টাকা দিয়েছেন।
কৃষক নজরুল ইসলাম ও আউয়াল বলেন, খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়েছিলাম কিন্তু গুদাম কর্তৃপক্ষ আর্দ্রতা কম বলে ধান ক্রয় করেনি। পরে টমটম ভাড়া দিয়ে ধান ফিরিয়ে আনতে হয়েছে।
ফাতেমা রাইস মিল মালিক দেলোয়ার হোসেন বলেন, আমার মিল এলাকার ও মিলের কাজ করে এমন বেশীর ভাগ লোকজনের কাছ থেকে ধান ক্রয় করেছি। ওই ধানই খাদ্য গুদামে বিক্রি করেছি। তিনি আরো বলেন, খাদ্য গুদামের ২১৯ মেট্রিকটন ধানই আবার আমার মিলে চাল করে দিয়েছি।
আমতলী খাদ্য গুদাম কর্মকর্তা (এলএসডি) শান্তি রঞ্জন দাসের কাছে ধান ক্রয়ের বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর না দিয়ে বলেন, আমি একটু ব্যস্ত আছি।
আমতলী উপজেলা খাদ্য কর্মকর্তা শারমিন জাহান ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারী নীতিমালা অনুসরণ করেই ধান ক্রয় করা হয়েছে। ধান ক্রয়ের বিষয়ে কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার জানেন না, তাহলে কিভাবে ধান ক্রয় করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কম ধান ক্রয় করা হয়েছে বিধায় তিনি নাও জানতে পারেন।
বোরো ধান ক্রয় কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল বলেন, ধান ক্রয় কমিটির সদস্য হলেও ধান ক্রয়ের বিষয়ে আমি কিছুই জানিনা। তিনি আরো বলেন, কিছু কৃষক ধান নিয়ে খাদ্য গুদামে গিয়েছিল কিন্তু তারা আদ্রতার অযুহাত তুলে ধান ক্রয় না করে তাদের ফিরিয়ে দিয়েছেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ধান ক্রয় কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, এ বিষয়ে আমি জানিনা। খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।






