শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবীতে আইনজীবীদের মানববন্ধন

আইনজীবী আরিফ-উল হাসান আরিফের শিশু কন্যা আজরীন হাসান আরোশীকে হত্যা চেষ্টা ও শ্বশুর ইউসুফ জামানের বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবীতে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবীরা মানববন্ধন করেছেন।

বুধবার আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ডাকাতের হামলার শিকার ৭ বছরের শিশু আজরীন হাসান আরোশী অংশ নেয়। আরোশী ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেছে। মানববন্ধনে নারীসহ বিভিন্ন শ্রেনী পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।
জানাগেছে, আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী আরিফ-উল হাসান আরিফের শ্বশুর পৌরসভা সংলগ্ন চাওড়া বাঁশতলা এলাকার বাসিন্দা ইউসুফ জামানের বাড়ীতে গত ১৮ সেপ্টেম্বর গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল অ্যাডভোকেট আরিফের ৭ বছরের শিশু কন্যা আজরীন হাসান আরোশীসহ পরিবারের ৭ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার সময় আরিফ তার অসুস্থ্য স্ত্রীকে নিয়ে ভারতে চিকিৎসার জন্য অবস্থান করছিল। এ সুযোগে ডাকাতদল পরিকল্পিতভাবে তার শিশু কন্যাকে হত্যার উদ্দেশ্যে ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন অ্যাডভোকেট আরিফ।

এ ঘটনার আরিফের শ্বশুর ইউসুফ জামান আমতলী থানার অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত ডাকাত দলকে পুলিশ গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পারেনি।

ডাকাতদের গ্রেপ্তার দাবীতে বুধবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আইনজীবীরা মানববন্ধন করেছেন। আমতলী বার সহ-সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী হরিহর চন্দ্র দাস, আব্দুস সালাম, শাহ আলম, ইউসুফ হোসেন, মোতালেব জোমাদ্দার, মাহবুবুর রহমান মঈন, জসিম উদ্দিন, বদরুল আলম বাকের খাঁন, আলমগীর হোসেন ও মাহবুবুল আলম। এ মানববন্ধনে জড়িতদের গ্রেপ্তার দাবীতে নারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেছেন।

মানববন্ধনে আইনজীবীরা বলেন, আমরা আইনজীবী হয়ে বিচার দাবীতে রাস্তায় নেমেছি। এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? থানা থেকে এক কিলোমিটার দুরে শিশু কন্যাকে হত্যার চেষ্টা ও ডাকাতির ঘটনার এক মাস পেরিয়ে গেলেও পুলিশের ভুমিকা রহস্যজনক। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। দ্রুত জড়িতদের গ্রেপ্তার না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। দ্রুত তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ