শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ তিন প্রকল্পের উদ্বোধন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার বহু প্রতীক্ষিত আগরতলা-আখাউড়া, খুলনা-মোংলা রেলপথ এবং রামপাল মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন। দুই প্রধানমন্ত্রী আজ সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সেরের মাধ্যমে প্রকল্পগুলো উদ্বোধন করবেন।

বাংলাদেশ সরকারকে দেওয়া ভারত সরকারের প্রায় ৪০০ কোটি রুপি ঋণে এই রেললাইন নির্মিত হয়েছে। ত্রিপুরার আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেল যোগাযোগ দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিপুল পরিবর্তন হবে।

১২ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ রেললাইনের ৬.৭৮ কিমি বাংলাদেশের মধ্যে দ্বৈত গেজ লাইন এবং অবশিষ্ট লাইন ত্রিপুরার মধ্যে ডবল লাইন।

খুলনা-মোংলা রেললাইনটি ভারত সরকারের প্রায় ৪০ কোটি ডলার ঋণে নির্মাণ করা হয়েছে। খুলনা থেকে মোংলা ৬৫ কিমি ব্রডগেজ লাইন হয়েছে। এতে বাংলাদেশ থেকে পণ্য মোংলার মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় রপ্তানি হতে পারবে।

মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর।
তৃতীয় প্রকল্পটি হলো খুলনার রামপাল সুপার থার্মার বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এই কেন্দ্রে ৬৬০ ইউনিটের দুটি ইউনিট। মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট।

ভারত এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য সহজ শর্তে ১৬০ কোটি ডলার ঋণ দিয়েছে।
বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ সংস্থা মৈত্রী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নামে নতুন সংস্থা গঠন করে। এতে অংশীদারি উভয় দেশের ৫০:৫০। ভারতের জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্গম এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যৌথভাবে সংস্থাটি গঠন করে। গত বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ইউনিটটির উদ্বোধন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ