শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ১১ মার্চ ঢাকায় ‘বাংলাদেশ বিজনেস সামিট’ শুরু হচ্ছে: এফবিসিসিআই

ছবি: সংগৃহীত।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বিশ্ববাজারে ব্যবসা-বাণিজ্য প্রসারের লক্ষ্য ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ আয়োজন করেছে। সংগঠনটির ৫০ বছর পূতিতে এ সামিট আয়োজন করে।

দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ৫০ বছরপূর্তি উপলক্ষে সংগঠনটির এর উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩। আগামী ১১ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ব্যাপি এই সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে গণমাধ্যমের সঙ্গে এফবিসিসিআইয়ের এক মতবিনিময় সভা। এতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন সামিটের বিস্তারিত তুলে ধরে বলেন, বৃহৎ এ বিজনেস সামিটে নয়টি দেশের সংশ্লিষ্ট মন্ত্রী যোগ দিবেন। থাকবেন ২৫০ জনের বেশি প্রতিনিধি। ১৩টি দেশের বড় প্রতিষ্ঠানের সিইও অংশ নিবেন।

তিনি বলেন, এ সামিটের মাধ্যমে ১০০ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টসহ ও ডিজিটাল ইকোনমিকে শক্তিশালী করার প্রতি জোর দেয়ার পাশাপাশি এসএমই প্রতিষ্ঠানগুলোকে বড় প্রতিষ্ঠানের সাথে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতায় সামিট অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা, বাধা ও উত্তরণের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক ও নীতি-নির্ধারকদের নিয়ে সামিটে ৩টি প্ল্যানারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা, বিটুবি মিটিং, নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনের সুপারিশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এ বিজনেস সামিটের মাধ্যমে বিশ্ববাজারে ব্যবসা-বাণিজ্য প্রসারের মাধ্যমে দেশে অর্থনীতি সমৃদ্ধ হবে বলেও মনে করেন এফবিসিসিআই সভাপতি।

এ সময় প্রজেক্টরের মাধ্যমে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ বিস্তারিত তুলে ধরা হয় ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ