বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী শনিবার সব ব্যাংক খোলা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের জন্য জামানতের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন আগামী শনিবার সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ দিন ভোটার তালিকার সিডি কেনার অর্থও জমা নিতে বলা হয়েছে।

আজ বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এসব অর্থ জমার সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর শনিবার তপশিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ