সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৃটিশ দূতের নৈশভোজ

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের বাসায় ডিনার করেছেন ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

সোমবার রাতে তার গুলশানের বাসায় ওই ভোজ-বৈঠকটি হয়। এতে ক্ষমতাসীন দলের দুই জ্যেষ্ঠ নেতা প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক অংশ নেন। এসময় রবার্ট ডিকসনের সঙ্গে হাইকমিশনের একাধিক কর্মকর্তা ছিলেন। শাম্মী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ নিয়ে বিস্তারিত বলতে রাজি হননি।

বৈঠক সূত্রের খবর এক ঘণ্টার বেশি সময় স্থায়ী ওই ভোজ-বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং ব্যবসা-বাণিজ্য বাড়ানো নিয়ে আলোচনা ছাড়াও রাজনীতি, অর্থনীতিসহ সম-সাময়িক বিষয়াদি নিয়ে কথা হয়েছে। এর আগে গত ২৮শে নভেম্বর ড. শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সেসময় শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অংশ নেন। আর মার্কিন পিটার হাসের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ