সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী কাল

উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের কনিষ্ঠ পুত্র, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের একমাত্র ছোট ভাই এবং কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম্স (সিএনএস) লিমিটেডের সাবেক চেয়ারম্যান মরহুম আরিফুল হক (রনি) এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আগামীকাল ১০ মার্চ শুক্রবার।

মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল ১০ মার্চ শুক্রবার বাদ আসর কেন্দীয় জামে মসজিদ (ডিওএইচএস পরিষদের বিপরীতে), রোড নং ০৬, ডিওএইচএস, মিরপুর, ঢাকা ঠিকানায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য আইনমন্ত্রীর পরিবার ও সিএনএস লিমিটেড-এর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

দোয়া মাহফিলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি উপস্থিত থাকবেন।

উল্লেখ্য আরিফুল হক রনি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ