বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অবশেষে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

মুশফিকুর রহিমের পর এবার অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। আর তাতে ইতি ঘটছে তার ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের।

বুধবার (১২ মার্চ) সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।

২০২১ সালে টেস্ট আর গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি অধ্যায়ের ইতি টেনেছিলেন মাহমুদউল্লাহ। অপেক্ষা ছিল কেবল ওয়ানডে-কে বিদায় জানানোর। তখন থেকেই গুঞ্জন ছিল, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ৫০ ওভারের এ ফরম্যাট থেকে বিদায় নেবেন তিনি। অনেক আলোচনা-সমালোচনার পরও বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে জায়গা করে নেন আসরটিতে। কিন্তু এক ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে তিনি হতাশ করেন সবাইকে। বিপদে পড়া দলকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়ে ৪ রান করে আউট হন তিনি।

কিন্তু তার চেয়ে বেশি সমালোচনা হচ্ছিল, আসর শেষেও তার থেকে অবসরের ঘোষণা না আসায়। সমালোচনা হচ্ছিল আরেক সিনিয়র মুশফিককে নিয়েও। যদিও তিনি গত সপ্তাহে অবসরের ঘোষণা দিয়ে দেন। তখনো সবাইকে অপেক্ষায় রেখেছিলেন মাহমুদউল্লাহ। মুশফিকের বিদায়ে তিনিও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। যেখানে বেশিরভাগ নেটিজেন মাহমুদউল্লাহ থেকেও অবসরের বার্তা চেয়ে মন্তব্যের ঘরে ঝড় তোলেন।

অবশেষে তিনিও হাঁটলেন সে পথে। সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে মাহমুদউল্লাহ লেখেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহ’র। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসরের সিদ্ধান্ত নিয়েছি।’

দীর্ঘ ক্যারিয়ারে সঙ্গী হওয়ায় নিজের সে পোস্টে তিনি তার পরিবার, কোচ এবং সমর্থকদেরও ধন্যবাদ জানান।

শেষে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা জানিয়ে লেখেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। কিন্তু আপনাকে শেষ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। শান্তি… আলহামদুলিল্লাহ।’

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর দেশের হয়ে মোট ২৩৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। যেখানে ৩২ ফিফটি ও ৪ সেঞ্চুরিতে তার রান ৫৬৮৯। বল হাতে নিয়েছেন ৮২ উইকেট।

এছাড়া ৫০ টেস্টে ২৯১৪ রানের পাশাপাশি শিকার করেছেন ৪৩ উইকেট। আর ১৪১ টি-টোয়েন্টিতে ২৪৪৪ রানের পাশাপাশি ঝুলিতে আছে ৪১ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ