বিনোদন ডেস্ক
বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত। অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন বলিউড অভিনেত্রী। তা আরও একবার প্রমাণ করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেটিং অ্যাপ নিয়ে কড়া মন্তব্য করেছেন কঙ্গনা।
ডেটিং অ্যাপ সমাজের ‘নর্দমা’ আখ্যা দিয়ে তিনি বলেন, আমি কোনোদিন ডেটিং অ্যাপে থাকতে চাইনি। ওটাই আমাদের সমাজের আসল নর্দমা। সবারই কিছু না কিছু প্রয়োজন থাকে— আর্থিক, শারীরিক বা অন্য কিছু। সেই প্রয়োজন মেটাতে অ্যাপে যাওয়া অত্যন্ত রুচিহীন ব্যাপার। এটা আধুনিক ডেটিংয়ের এক ভয়াবহ চিত্র।
যারা পাত্র-পাত্রী খুঁজে পেতে নিজের ওপর ভরসা হারান, তারাই এই ধরনের অ্যাপ ব্যবহার করেন। কঙ্গনার কথায়, ভালো মানুষ খুঁজে পাওয়া যায় অফিসে, কলেজে বা বাবা-মায়ের মাধ্যমে। যারা জীবনে কিছু অর্জন করতে পারেননি, তারাই ডেটিং অ্যাপ চালায়।
তিনি যোগ করেন, অফিস, আত্মীয়স্বজন কিংবা পিতামাতার মাধ্যমে কাউকে খুঁজে না পেয়ে যদি আপনি শেষমেশ অ্যাপে পৌঁছন, তাহলে আপনার চরিত্র কেমন তা বোঝাই যায়।
তিনি ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের সরাসরি ‘হেরো’ বলে কটাক্ষ করেন।
ওই সাক্ষাৎকারে লিভ টুগেদার (একত্রবাসের) নিয়ে আবারও সোচ্চার হয়েছেন। তিনি বরাবরই এর বিপক্ষে ছিলেন। তার মতে ভারতীয় সংস্কৃতিতে বিবাহের মর্যাদা অটুট রাখা জরুরি।
লিভ টুগেদার প্রসঙ্গে কঙ্গনা বলেন, আমি নিজে একাধিক সম্পর্কে ছিলাম। অন্যদেরও দেখেছি। আমি নির্দ্বিধায় বলতে পারি লিভ-ইন নারীদের জন্য ভালো না। আপনি যদি হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন- তখন কে আপনাকে সাহায্য করবে? গর্ভপাত করতে গেলে কে পাশে থাকবে? পুরুষরা শিকারি, তারা যেকোনো নারীকে গর্ভবতী করে পালিয়ে যেতে পারে।