বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দিয়েছেন। তিনি হচ্ছেন হোয়াইট হাউসের সর্ব কনিষ্ঠ (২৭) প্রেস সেক্রেটারি। এরআগে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি সহকারি প্রেস সেক্রেটারি ছিলেন। এছাড়া ক্যারোলিন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন।

শনিবার এএফপি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

শুক্রবার ক্যারোলিনকে প্রেস সেক্রেটারি পদে নিয়োগ দিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন নারী। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও মার্কিন জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’

চলতি বছরের (২০২৪ সাল) জানুয়ারিতেও ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানে যোগ দেন। এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। তিনি ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে এই পদে নিয়োগ পেয়েছিলেন।

ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন। হোয়াইট হাউসে যোগ দেয়ার আগে ২০২০ সালে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন কারিন। বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনও তার অধীনে কারিন কাজ করেন।

ক্যারোলিন লেভিট যখন ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারি প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন তখন তিনি টগবগে, সুন্দর, কমনীয় এবং অপরুপ এক তরুণী হিসেবে হোয়াইট হাউসের শীর্ষ পদের দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করে বিশেষ খ্যাতি অর্জন করেন।

ক্যারোলিন শুক্রবার ফক্স নিউজ পডকাষ্ট অনলাইনে এক পোস্ট বার্তায় বলেছেন, ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি অনেক সাংবাদিকের ‘প্রচুর ভূয়া নিউজ’ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করেছেন।

তিনি আরো বলেছেন, ‘প্রচুর সাংবাদিক আছেন, যারা কখনোই সাংবাদিকতায় আগ্রহী ছিলেন না এবং এই রকম অনেক সাংবাদিককে আমরা প্রতিদিন মোকাবেলা করে আসছি।’

প্রেস সেক্রেটারি হিসেবে ট্রাম্পের কাছ থেকে তাকে প্রচুর চাপ মোকাবেলা করতে হবে, কারণ ট্রাম্প নিউজ কভারেজের ব্যাপারে সব সময় উদ্বীগ্ন থাকেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ