মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিরো আলমের ওপর হামলা, ১২ দেশের দূতাবাসের নিন্দা

গত সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকার পশ্চিমা ১২ দেশের দূতাবাস।

বুধবার (১৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে দূতাবাসগুলো জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনও স্থান নেই। এ সময় ঘটনার পূর্ণ তদন্ত ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন নির্বাচনে যারা জড়িত থাকবেন, তারা যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করেন।

বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন ও ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ