জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিববুর রহমান বলেছেন, ‘প্রধান মন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ভিশন তোমাদের আগামী প্রজন্মের হাত ধরেই বিনির্মান হবে। উচ্চ শিক্ষা গ্রহন করে তোমরাই আগামী দিনে দেশ সেবার দায়িত্বে নিয়োজিত হবে। তাই তোমাদের পড়াশুনা করে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
আজ মঙ্গলবার (২১মার্চ) সকালে খেপুপাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন। এসময় তিঁনি আরও বলেন, ‘দেশের প্রধান মন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার সহ সরকারের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনে নিয়োজিত থেকে নারীরা আজ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে তোমরা আগামী দিনে নিজেদের গড়ে তুলবে।’
খেপুপাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেনের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, অভিভাবক সদস্য ও কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির। শির্ক্ষীদের মধ্যে বক্তব্য রাখেন ৭ম শ্রেনীর মারিয়া আসফি তাসিন, ৯ম শ্রেনীর মৃত্তিকা, বিদায়ী শিক্ষার্থী নিহারিকা সিলভি মেহলেী। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য
অধ্যাপক ইউসুফ আলী, প্রভাষক কুলসুম আক্তার প্রমূখ।
এর আগে সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিববুর রহমান বিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন শিক্ষার্থীরা। এসময় তিঁনিশিক্ষার্থীদের অভিবাদন গ্রহন করেন।