জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে দেশের সার্বিক পরিস্থিতি এবং পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুঝে-শুনেই বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের শিল্পপ্রতিষ্ঠানগুলো নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাখাওয়াত হোসেন বলেন, ‘সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন (ব্যাখ্যা) কী, এটা আপনারা জানেন।’
তিনি আরও বলেন, ‘আমি যতটুকু ওনাকে চিনি- ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলেন, বলার মতো লোক। সো আই হ্যাভ লট অব রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন, না বলেছেন, সেটার ব্যাখ্যা আমি দিতে পারব না, এটা উনি দিতে পারবেন।’
বক্তব্যে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার নাম ধরে কথা বলেছেন, এ বিষয়ে সাখাওয়াত হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘এটা আপনারা তাঁকে (সেনাপ্রধান) জিজ্ঞাসা করবেন।’
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের পাওনা পরিশোধ প্রসঙ্গে জানতে চাইলে শ্রম উপদেষ্টা বলেন, ‘বেক্সিমকোর ১৪টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের পাওনা দিতে প্রয়োজনীয় ৫২৫ কোটি টাকার ব্যবস্থা করেছে সরকার। আগামী ৯ মার্চ থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে। এর মধ্যে ৩২৫ কোটি টাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেবে অর্থ মন্ত্রণালয় এবং বাকিটা দিচ্ছে শ্রম মন্ত্রণালয়।’
বেক্সিমকোর যেসব কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এম সাখাওয়াত হোসেন।
এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। না হয় পরে বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে না পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি।’