শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজকে হটিয়ে সবার উপরে মহারাজ

ছয় দিন আগেই আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকার শীর্ষে উঠেছিলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ছয় দিন পর সিংহাসন হারাতে হলো সিরাজকে। তাকে হটিয়ে তালিকার শীর্ষ স্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ।

গত সপ্তাহে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে টপকে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সিরাজ। সপ্তাহের চাকা ঘুড়ার আগেই এক ধাপ এগিয়ে ৭২৬ রেটিং নিয়ে শীর্ষস্থান দখল করলেন মহারাজ। আগের সপ্তাহে ৬৯৪ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে ছিলেন মহারাজ।

৭২৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন সিরাজ। আগের সপ্তাহে ৭০৯ রেটিং ছিলো ভারতীয় পেসারের। মহারাজের সাথে ৩ রেটিং পিছিয়ে আছেন সিরাজ। ৬৯৫ রেটিং নিয়ে তৃতীয়স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জাম্পা।

দুই ধাপ করে উন্নতি হয়েছে ভারতের দুই বোলার জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবের। ৬৮৭ রেটিং নিয়ে চতুর্থস্থানে উঠেছেন পেসার বুমরাহ। পঞ্চমস্থানে থাকা স্পিনার কুলদীপের আছে ৬৮২ রেটিং।

দুই ধাপ করে অবনতি হয়েছে দুই পেসার অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের। হ্যাজেলউড ষষ্ঠ ও বোল্ট সপ্তমস্থানে আছেন।

ব্যাটিং তালিকায় শীর্ষ দু’টি স্থান ধরে রেখেছেন ভারতের শুভমান গিল ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এক ধাপ এগিয়ে ৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এক ধাপ পিছিয়ে চতুর্থস্থানে নেমে গেছেন ভারতের বিরাট কোহলি। ডি ককের সাথে মাত্র ১ রেটিং পিছিয়ে কোহলি।

অলরাউন্ড তালিকায় ৩৩০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ৬শ রেটিং নিয়ে ৩৩তমস্থানে আছেন মুশি। বোলারদের তালিকায় সেরা অবস্থানে আছেন সাকিব। ৫৭৮ রেটিং নিয়ে ২৪তমস্থানে সাকিব।

এনএফ/এসএ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ