বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণ: আরও দুই লাশ উদ্ধার

রাজধানীর সিদ্দিকবাজারের কুইন স্যানেটারি মার্কেট নামে ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত ভবনের বেজমেন্ট থেকে আরও দুই জনের লাশ উদ্ধার হয়েছে।

আজ বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে মমিনুদ্দিন সুমনসহ দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হলেন। উদ্ধার হওয়া দুজনের মধ্যে অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

গত মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুই পাশে আরও দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় গতকালই ১৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনজনের নিখোঁজ থাকার কথা জানানো হয়।

আজ বুধবার সকাল থেকে আবার নতুন করে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সেই উদ্ধার অভিযানের সময় বেলা পৌনে পাঁচটার দিকে দুজনের লাশ উদ্ধার হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আকতারুজ্জামান বলেন, আজ বিকালে দু’জনের লাশ ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ