বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিইসি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে তিনি করোনায় আক্রান্ত। এজন্য বুধবার নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা বা রোড ম্যাপ ঘোষণা করা হলেও সেখানে তিনি অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার একান্ত সচিব রিয়াজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।একান্ত সচিব রিয়াজউদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাত থেকে স্যারের জ্বর ছিল। এরপর পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ পজিটিভ।’

বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ