রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ছাইহাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষকে হাতির পিঠে বাড়িতে পৌঁছে দিয়ে রাজকীয় বিদায়

সারিয়াকান্দিতে ছাইহাটা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনকে অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে হাতির পিঠে চড়ে নিজ বাড়িতে পৌঁছে দিযে রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে ।

বুধবার ছাইহাটা ডিগ্রী কলেজের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সারিয়াকান্দি ডিগ্রী কলেজের সভাপতি এ্যাডঃ নূর এ আজম বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের সাবেক সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, কলেজের প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুর ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি নাইমুল হক লিটন সরকার। কলেজের বিদায়ী অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনের সভাপতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, চন্দনবাইশা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ইউনুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কলেজের গভর্নিং বডির সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিদায়ী অধ্যক্ষের পরিবারের সদস্য বৃন্দ। আলোচনা সভার পূর্বে তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে হাতির পিঠে চরে তাকে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে ছাইহাটা গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।

উল্লেখ্য,১৯৯৫ সালে ছাইহাটা ডিগ্রী কলেজে প্রতিষ্ঠাকালে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ