রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সামরিক অভিযান ‘শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল’- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে বলেছেন, “আগ্রাসনের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।”

“সমস্ত ইরানি এবং আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত থাকে এবং যারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যেকোনো আক্রমণের জবাব দেয়।”

তেহরানের স্থানীয় সময় ভোর ৪টা, ইরানের বিরুদ্ধে “আগ্রাসন” বন্ধে ইসরায়েলকে এই সময় বেঁধে দিয়েছিলেন আরাঘচি।

ইসরায়েল এই সময়সীমা অনুসরণ করলে “এর পরে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই” বলে আগের বিবৃতিতে জানিয়েছিলেন তিনি। বিবিসি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ