সাতক্ষীরায় অভিযান চালিয়ে ১৯৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে এনএসআই এর তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা বড়বাজারে অভিযান চালিয়ে উক্ত চিনি জব্দ করা হয় এবং ওই ব্যবসায়ীকে জরিমান করা হয়।
জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে চিনির দাম বৃদ্ধি ও ভারতীয় চিনি মজুদের বিষয়ে এনএসআই এর তথ্য মোতাবেক একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সুলতানপুর বড়বাজারের হাজরা সাধুর গোডাউন থেকে ১৯৯ বস্তায় ৯৯৫০ কেজি অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৩৩ হাজার ৩শত টাকা।
আরো জানা যায়, ভারত থেকে অবৈধ ভাবে চিনি এনে দেশীয় কোম্পানি (সুবাহ চিনি) নামে মোরকজাত করে বিক্রয় করছিল প্রতিষ্ঠানটি। এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া, ভোক্তা অধিকার ও জেলা সহকারি রাজস্ব কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে। পরে উক্ত চিনি ধরা পড়লে বাজার কমিটির উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ীর থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ১৯৯ বস্তা চিনি জব্দ করে নিয়ে আসে প্রশাসন।
উল্লেখ্য যে, এর আগে ভোজ্যতেল মজুদ করার অপরাধে হাজরা সাধু কে শাস্তিও জরিমানা প্রদান করা হয়েছিল।