বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক জীবন কুমার মন্ডলের মৃত্যুতে শোকসভা

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য, সাংস্কৃতিক ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রবীন সাংবাদিক জীবন কুমার মন্ডলের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক সভাপতি মোঃ শামসুল আলম, সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাবেক সম্পাদক মোহসীন পারভেজ, সিনিয়র সাংবাদিক অমল মুখার্জী, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, এনামুল হক, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু, নারী সাংবাদিক সালমা কবির, প্রয়াত সাংবাদিক জীবন কুমার মন্ডলের কনিষ্ঠ ভ্রাতা দিলীপ কুমার মন্ডল প্রমূখ।

এর আগে শোকসভার শুরুতে প্রয়াত সাংবাদিক জীবন কুমার মন্ডলের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রসঙ্গত, সাংবাদিক জীবন কুমার মন্ডল ১৭ মে শুক্রবার সকালে পৌর শহরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদ যন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ