শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমুদ্রে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হওয়া জেলের লাশ উদ্ধার

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে ঢেউয়ের তোড়ে নিঁখোজ হওয়া সজিব (২৫) নামের এক জেলের লাশ ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি ঝাউবাগান সংলগ্ন সৈকতে ভেসে আসে লাশটি। নিহত সজিব পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের লিটন সিকদারের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ধুলাসার ইউনিয়নের আশাখালি মোহনা থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারে নিয়ে জেলে সজিব শাহিন এর সাথে সমুদ্রে যায় মাছ শিকারে। সমুদ্র উত্তাল থাকায় ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হয় সজিব। পরে অনেক খোঁজাখুজি করওে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে গঙ্গামতি এলাকায় তার লাশ জোয়ারের পানিতে ভেসে আসে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের পরে নৌপুলিশ জেলেদের সাথে নিয়ে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোন খোঁজ পাওয়া যায়ন। ২৪ ঘন্টা পরে মঙ্গলবার দুপুরে জোয়ারের পানিতে তার লাশটি ভেসে আসে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ