বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশ ছাপিয়ে বৈশ্বিকভাবেও শোকের ছায়া ফেলেছে। আপসহীন নেত্রীখ্যাত এই রাজনীতিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনকে শেষ শ্রদ্ধা জানাতে পররাষ্ট্রমন্ত্রীদের পাঠানোর কথা জানিয়েছে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। শোক জানিয়ে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শোক বার্তায় তারা খালেদা জিয়ার সরকারের সময় দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্কের কথাও তুলে ধরেন। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিও শোক জানিয়েছেন। এদিকে খালেদাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসার কথা জানিয়েছে ভারত, পাকিস্তান, ভুটান ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমদের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে সেগুনবাগিচা।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স বার্তায় লেখেন- ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। সর্বশক্তিমান ঈশ্বর তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার গুরুত্ব এবং তার শাসনকালে দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে উল্লেখ করেন মোদি। তিনি লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি খালেদা জিয়ার সঙ্গে নিজের সাক্ষাতের কথা স্মরণ করে মোদি লেখেন, ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা স্মরণে রয়েছে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে পরিচালিত করবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার দীর্ঘ জীবনে, তিনি দেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পরিবার, সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোক প্রকাশ করেছেন দলটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। শোক জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।
গভীর শোক জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্স বার্তায় লিখেছেন, খালেদা জিয়া পাকিস্তানের একনিষ্ঠ বন্ধু ছিলেন। শোকের এই মুহূর্তে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। চীনও গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার সকালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি শোকবার্তা পাঠান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে মিসেস জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে আজীবন মনে রাখবে। খালেদা জিয়ার অবর্তমানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও চীনের কমিউনিস্ট পার্টি সম্পর্কের এই ধারা বজায় রাখবে বলে জানান ইয়াও। শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। এক শোক বার্তায় তিনি বলেন, বিএনপি নেত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নেপাল সরকার এবং জনগণের পক্ষ থেকে, আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও জানান তিনি।
গভীর শোক জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু। এক্স বার্তায় তিনি লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত সরকার ও জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও লেখেন, এই গভীর শোকের সময়ে মহান আল্লাহ যেন তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দান করেন। মুইজু মালদ্বীপের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বৃটিশ এমপি রুশনারা আলী। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ শোক প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পুরনো একটি ছবি দিয়ে ওই পোস্টে যুক্ত করে তিনি লেখেন, আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু-বান্ধব এবং বাংলাদেশের জনগণের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। তিনি আরও লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। শিক্ষার প্রসার, দারিদ্র্য দূরীকরণ এবং বাংলাদেশের উন্নয়নে তিনি গভীরভাবে নিবেদিত ছিলেন। বাংলাদেশ সফরকালে তার সঙ্গে আমার সাক্ষাৎ এবং তার যুক্তরাজ্য সফরের স্মৃতি সবসময় সস্নেহে স্মরণ করবো। যুক্তরাজ্য এবং অবশ্যই বৃটিশ-বাংলাদেশি কমিউনিটির প্রতি তার অগাধ ভালোবাসা ছিল।









