মঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার আসনে প্রার্থী দেয়নি জাপা

সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু। এদিন তিনি ২৮৭ আসনে প্রার্থী ঘোষণা করেন।

দলটি গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা) আসনে কোনো প্রার্থী দেয়নি। তবে গোপালগঞ্জের অন্য দুটি আসনে প্রার্থী দেয়া হয়েছে। গোপালগঞ্জ-১ (মুকসুদপুর উপজেলা) আসনে শহিদুল ইসলাম মোল্লা এবং গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর উপজেলা) আসনে কাজী শাহীনকে মনোনয়ন দেয়া হয়।

বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না-ই করে সেক্ষেত্রে গোপালগঞ্জ-৩ আসন থেকে শেখ হাসিনা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হবেন।

গোপালগঞ্জ-৩ ছাড়াও আরও ১২টি আসনে প্রার্থী দেয়নি জাপা। সেগুলো হলো: শেরপুর-২, ময়মনসিংহ-৪, ফরিদপুর-২, ফরিদপুর-৪, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-২, লক্ষ্মীপুর-৪, চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১১।

এ ছাড়া তালিকায় জায়গা পাননি জাপার বর্তমান তিন এমপি। তারা হলেন- রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী ও রংপুর-৩ আসনের সাদ এরশাদ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ