শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরুখ-ঘনিষ্ঠ লেখকের সঙ্গে প্রেম!

ঋতাভরী চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’-এর ছবির সংলাপ লেখক। তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন ঋতাভরী!

বেশ কিছু দিন আগে ঋতাভরী চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি প্রেম করছেন। তাঁর প্রেমিক নাকি মুম্বইয়ের বাসিন্দা। ‘বহুরূপী’ ছবির গানমুক্তির অনুষ্ঠানে নিজেই সে কথা স্বীকার করেন অভিনেত্রী। কিন্তু কে তিনি, কী তাঁর পরিচয় সে সব খোলসা করতে চাননি।

এ বার আলোর উৎসবে নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন ঋতাভরী! জল্পনা বেশ কয়েক দিন ধরেই চলছিল। মনোবিদ চিকিৎসকের সঙ্গে প্রেম ভাঙার পর নাকি মুম্বইয়ের খ্যাতনামী এই লেখকের সঙ্গে প্রেম করছেন তিনি! এ বার সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেত্রী।

শুক্রবার সমাজমাধ্যমে সুমিত অরোরার সঙ্গে ছবি দিলেন ঋতাভারী। ক্যাপশনে শুধু লেখা, ‘শুভ দীপাবলি’। সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এ ছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাদ’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন।

২০২৩ সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিক ভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও ‘বেবি’ বলে সম্বোধন করেছেন, কখনও লিখেছেন, ‘তুমি আমার হিরো’।

যদিও এক সময় মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিপুল আলোচনা হয় টলিপাড়ায়। সেই সম্পর্ক যখন প্রায় বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় অভিনেত্রী জানান, বিয়ে নয়। তিনি কাজে মন দিতে চান। তাই চিকিৎসকের সঙ্গে প্রেম ভেঙে যায় তাঁর। কিন্তু সম্পর্কে কোনও তিক্ততা রাখেননি তিনি, বরং বন্ধুত্ব রেখে দিয়েছেন যত্নে। এ বার অতীতকে পিছনে ফেলে নতুন প্রেমের সফর শুরু করছেন ঋতাভরী!

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ