বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাকিব খানের পূবাইলের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

নায়ক শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়েছে। শাকিবের ঘনিষ্টজন সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার মধ্যরাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে হানা দেয় কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে রাত ২টা নাগাদ পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, স্থানীয়রা খবর দিলে দুর্বৃত্তদের হামলার ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠিয়েছি।এখনও আসল ঘটনা জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছি।

শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি জান্নাত। গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে।

জানা যায়, ওই শুটিং বাড়িতে জেনারেটরসহ মূল্যবান আসবাবপত্র রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ