সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাট সীমান্তে দু’বাংলাদেশি নিহত

জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্তে আজ ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু’জন বাংলাদেশি নিহত হয়। তারা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মংলু মিয়া ও দোলাপাড়া গ্রামের সাদিক হোসেন।


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘সীমান্তের কাছে দু’টি লাশ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য পুলিশের মাধ্যমে লাশ মর্গে পাঠানো হয়েছে। আমরা বিএসএফকে এ বিষয়ে জানিয়েছি, এ ব্যাপারে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। তারা জানালে বিস্তারিত জানতে পারবো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ভারত থেকে গরু আনতে সীমান্ত এলাকায় গেলে বিএসএফের একটি দল বাংলাদেশিদের ওপর গুলি চালায়।

সাদিকের বড় ভাই হুমায়ুন কবির জানান, মংলু ও সাদিক গুলিবিদ্ধ হন এবং দলের অন্য সদস্যরা আহত অবস্থায় তাদের নিজ নিজ বাডড়িতে ফিরিয়ে আনলে তারা মারা যান।

ওসি শাহ আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ