বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিতের পর তিলককে ফেরালেন তানজিম সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা দারুণভাবে রাঙিয়েছেন তানজিম সাকিব। ব্যাটিংয়ে নেমে ভারতের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে খেলেন ৮ বলে ১৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। বোলিংয়েও শুরুতেই তার ঝলক। প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফেরালেন ডানহাতি এই পেসার।

তানজিমের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে কাভার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। নিজের পরের ওভারে আবারও ঝলক দেখান তানজিম। এবার তিলক ভার্মাকে সাজঘরের পথ দেখিয়েছেন এই পেসার।

ভারতের ইনিংসের তৃতীয় ওভারে দুর্দান্ত এক ইনসুইংগারে তিলককে আউট করেন সাকিব। অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে যাবে ভেবে বল ‘লিভ’ করতে গিয়ে বোল্ড হন তরুণ এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬৫ রান করে বাংলাদেশ। শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়লেও টাইগারদের পথ দেখান অধিনায়ক সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়।

সাকিব ৮০ রান করে ফিরলে হৃদয় ফেরেন ৫৪ রানে। এরপর বাংলাদেশকে টেনে নিয়ে যান নাসুম আহমেদ। আন্তর্জাতিক সর্বোচ্চ ৪৪ রান করার পথে তাকে সঙ্গ দিয়েছেন শেখ মেহেদী এবং তানজিম সাকিব।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ