ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনরত হলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হল সূত্রে জানা যায়, ১০ জন ছাত্রলীগ নেত্রীকে বের করে দিয়েছেন শিক্ষার্থীরা। পরে আবাসিক শিক্ষকেরা এসে তাঁদের নিরাপদে সরিয়ে নেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্রী জানান, ১০ ছাত্রলীগ নেত্রীর মধ্যে আছেন হল শাখা ছাত্রলীগ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইন, ছাত্রলীগ নেত্রী বর্ণালী ঘোষ বর্ণ, সামিহা মাহবুব, সাজিয়া রহমান সিলভী, বিপর্ণা রায় ও সাইফুন্নেসা ইলমি। আতিকা ছাড়া বাকি সবাই আসন্ন হল শাখা ছাত্রলীগের শীর্ষপদ প্রত্যাশী।
ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, আতিকা বিনতে হোসেনকে ধরে একরকম ঠেলতে ঠেলতে বের করে দেওয়া হচ্ছে। এ ছাড়া অন্যান্য নেত্রীদের বের করে দেওয়ার সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।
পরে খবর পেয়ে হল প্রশাসনের কয়েকজন হাউজ টিউটর শিক্ষক এসে তাদেরকে শিক্ষার্থীদের হাত থেকে উদ্ধার করে বাইরে বের করে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ নিলুফার পারভীন বলেন, কথা বলার পরিস্থিতিতে নেই।