তুর্কি ড্রোন কেনার ব্যাপারে তুরস্কের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রিয়াদ সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত
সম্প্রতি আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে তুরস্ক। তারই অংশ হিসেবে এরদোয়ানের এই সফর। সোমবার (১৭ জুলাই) সৌদি এসে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট। রিয়াদ সফর শেষে কাতার ও সংযুক্ত আরব আমিরাতও সফর করবেন তিনি।
এরদোয়ানের এ সফরের লক্ষ্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য চুক্তিও নিশ্চিত করা। সেই লক্ষ্যে এ সফরে তার সঙ্গে রয়েছে দুই শতাধিক ব্যবসায়ীর এক বিশাল প্রতিনিধি দল।
তুরস্কের বিদেশি বাণিজ্য বিষয়ক ফরেন ইকনোমিক রিলেশন্স বোর্ড’র তথ্য অনুযায়ী, সৌদিতে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বেশ কয়েকটি আলোচনা ও ফোরামে অংশ নেন এরদোয়ান।
আল জাজিরার প্রতিবেদন মতে, উভয় দেশ জ্বালানি, বিনিয়োগ ও প্রতিরক্ষা শিল্পসহ কয়েকটি খাতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, তুর্কি প্রতিরক্ষা সংস্থা বায়কার ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার ওই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
তুর্কি ড্রোন কেনার ব্যাপারে সৌদি প্রতিরক্ষামন্ত্রী আল সৌদ এক টুইট বার্তায় বলেছেন, সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে এবং সশস্ত্র বাহিনীর সামরিক প্রস্তুতি বাড়াতে ড্রোন কেনা হবে। তবে চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।