বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাতে নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে সারজিসের উপর হামলার অভিযোগ

নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে নিজের অনুসারীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই অভিযোগ করেন।

সারজিস লিখেছেন, ‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই৷ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয়৷’

তিনি আরও লিখেন, ‘এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউর শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা শেষে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম৷ আমার সঙ্গে ১৫-২০ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিলেন৷ পরে দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে৷ এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলও ছিলেন৷ আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে৷ কিন্তু তারা ইচ্ছাকৃত আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে৷ ওদের ১০-১২ জনের মধ্যে দু-একজনকে শিক্ষার্থী মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল৷ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি।’

হামলার বিষয়ে সারজিস লিখেন, ‘পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে আগে আমার সঙ্গে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে৷’

শাকিলসহ বাকি সন্ত্রাসীদের বিচার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘১৬ বছর ধরে ছাত্রদল টোকাইলীগ দ্বারা নির্যাতিত হওয়ার পর আজ কেউ যদি একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তার পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশিদিন লাগবে না৷’

সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেয়ারও আহ্বান জানান সারজিস আলম।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ