শুক্রবার, ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীসহ বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে হতাহতের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদী। এর মাত্রা ছিল ৫.৫ রিখটার স্কেল। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

এদিকে ভূমিকম্পের পর রাজধানীর একাধিকে দুর্ঘটনায় কল গিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের। এরমধ্যে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়ার কলও গিয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে তাদের ইউনিট রওনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ