শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাকসুতে ভোট আজ, কঠোর নিরাপত্তা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে ক্যাম্পাস। ১৭টি কেন্দ্রে ৯১৮ জন প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৮ হাজার ৯০১ জন ভোটার।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

১৯৬২ সালে প্রতিষ্ঠার পর রাকসু নির্বাচন হয়েছে ১৪ বার। সর্বশেষ ১৯৮৯ সালের নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে রুহুল কবির রিজভী ভিপি এবং জাসদ ছাত্রলীগ প্যানেলের রুহুল কুদ্দুস বাবু জিএস হয়েছিলেন।

এবারের নির্বাচনে হল সংসাদের ২৩টি পদে ২৪৭ ছাড়াও সিনেটের ৫টি পদে লড়বেন ৫৮ জন। হল সংসদের ২৫২ পদে প্রার্থী ৫৯৭ জন। এর মধ্যে ৪২ জন বিনা প্রতিদ্বনদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০৫ জন, যার মধ্যে নারী ২৬ জন। এ ছাড়া, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনে ১৫টি পদে মোট ১৭টি হলে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ এবং ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ৯টি ভবনে ১৭ কেন্দ্রের ৯৯০টি বুথে প্রত্যেক ভোটারের রাকসু ও হল সংসদের মোট ৪৩টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে।

নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে ভোটকেন্দ্রে প্রর্থীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রত্যেক ভোটারকে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভোটকেন্দ্রে যাওয়ার পূর্বে ভোটার তালিকায় নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করে নিতে হবে। ভোট প্রদানের পূর্বে আঙ্গুলে অমোচনীয় কালি দেওয়া হবে।

নির্বাচন স্বচ্ছ করতে ১৭টি কেন্দ্রে ১শ’ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সর্বোচ্চ ১৭ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা কথা জানিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব সদস্য।

বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ